Indian History Quiz : ভারতের ইতিহাস সম্পর্কিত জিকে ক্যুইজ সেট – ২

Indian History Quiz পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের জানা কি খুবই জরুরী ?  হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। 

সাধারণ জ্ঞান : ভারতের ইতিহাস (Indian History Quiz)

নিয়ম  :  প্রথমে ‘Start’ বোতামটি ক্লিক করুন ও প্রশ্নটি ভালোভাবে পড়ুন । প্রতিটি প্রশ্নের চারটি উত্তর অপশন আছে । আপনার পছন্দের উত্তরটি ক্লিক করুন, সাথে সাথে আপনি উত্তরটি সঠিক না ভূল জেনে যাবেন।  এরপর ‘Next’ বোতাম ক্লিক করে পরের প্রশ্নে যান । এইভাবে পুরো প্রশ্নের সেটটি শেষ করুন এবং আপনার চূড়ান্ত স্কোর দেখে নিন।

0%
7

ভারতের ইতিহাস জিকে সেট – ২

1 / 50

নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?

2 / 50

হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ?

3 / 50

সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?    

4 / 50

কোন্ রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?

5 / 50

হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?

6 / 50

কে শকাব্দ প্রচলন করেন ?

7 / 50

ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?

8 / 50

কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন ?

9 / 50

বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?

10 / 50

কোন্ মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?

11 / 50

নিম্নে উল্লিখিত কোন্ স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ?

12 / 50

অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন ?

13 / 50

নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?

14 / 50

দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?

15 / 50

অমিত্রাঘাত উপাধিটি কার ছিল ?

16 / 50

নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ?

17 / 50

কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?

18 / 50

বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?

19 / 50

সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?    

20 / 50

রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোনটি ?

21 / 50

খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?

22 / 50

সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?

23 / 50

মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

24 / 50

সুলতানী আমলে কোন্ বাঙালী কবিকে ‘গুণরাজ খাঁ’ উপাধিতে ভূষিত করা হয়েছে ?

25 / 50

কে বুদ্ধের সমকালীন একজন বিখ্যাত চিকিৎসক ?

26 / 50

হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?

27 / 50

ফতেপুর সিক্রীতে কে ইবাদতখানা নির্মাণ করেন ?

28 / 50

গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?

29 / 50

ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ?

30 / 50

কোনটি কাশ্মীরের ইতিহাসের সাথে সম্পর্কিত ?  

31 / 50

ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?

32 / 50

কোন্ মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ?

33 / 50

হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?

34 / 50

গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন ?

35 / 50

ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ?

36 / 50

কোন্ রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?

37 / 50

নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন ?

38 / 50

কোন্  ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?

39 / 50

কোন্‌ চোল রাজা বাংলা জয় করেছিলেন ?

40 / 50

নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?

41 / 50

রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন  ?

42 / 50

“আলাই দরজা” কে নির্মাণ করেন ?  

43 / 50

কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?

44 / 50

সুলতানী আমলে “ইকতা” বলতে কি বোঝাত ?

45 / 50

কোন্ রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?

46 / 50

হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা উল্লেখ আছে ?

47 / 50

কোন্ গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ?

48 / 50

কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?

49 / 50

অমিত্রাঘাত উপাধিটি কার ছিল ?

50 / 50

সুলতানী আমলে “ইকতা” বলতে কি বোঝাত ?

প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের Indian History Quiz জানা কি খুবই জরুরী ? 

                      হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test  ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ?  অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার Indian History Quiz পড়ুন এবং Indian History Quiz -এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GK Today) দিতে কখনোই ভুলবেন না। 

GK, Current Affairs, Job News, চাকরী পরীক্ষার Result জানতে এবং Admit Card ডাউনলোড করতে অবশ্যই “JOB SITE INDIA” ওয়েবসাইটের Android App টি Install করুন

Job Site India Mobile App

Subscribe Our YouTube Channel

প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের ভারতের ইতিহাস GK জানা কি খুবই জরুরী ? 

                      হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test  ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ?  অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার ভারতের ইতিহাস Quiz পড়ুন এবং ভারতের ইতিহাস GK-এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GK Today) দিতে কখনোই ভুলবেন না। 

Leave a Reply