Indian History GK in Bengali : ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্নোত্তর

সাধারণ জ্ঞান : ভারতের ইতিহাস (Indian History GK)

ভারতের ইতিহাস সম্পর্কিত GK (Indian History GK ) পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের জানা কি খুবই জরুরী ?  হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন।

1. পাটালিপুত্র নগরী কে স্থাপন করেন ?
A. নাগ দশক
B. উদয় ভদ্র
C. কাক বর্ণ
D. বিম্বিসার

  • উত্তর : B.  উদয় ভদ্র  
  • ব্যাখ্যা :  পাটলিপুত্র নগরী মগধের রাজা অজাতশত্রুর পুত্র উদয় ভদ্র গঙ্গা নদীর তীরে 490 খ্রিষ্টপূর্বাব্দে  স্থাপন করেছিলেন । 

2. ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
A. সম্রাট আকবর
B. প্রথম চন্দ্রগুপ্ত
C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D. হর্ষবর্ধন

  • উত্তর :   C.  দ্বিতীয় চন্দ্রগুপ্ত  
  • ব্যাখ্যা :   ফা-হিয়েন : প্রথম চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী, যিনি মধ্য এশিয়া, ভারত ও শ্রীলংকা ভ্রমণ করে সে সম্পর্কে বর্ণনা লিপিবদ্ধ করে যান।

3. সিন্ধু সভ্যতায় হরপ্পা সম্রাজ্য কে আবিষ্কার করেন ?
A. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
B. স্যার উইলিয়াম জোন্স
C. দয়ারাম সাহানি
D. এম এস গিরি

  • উত্তর :   C.   দয়ারাম সাহানি     
  • ব্যাখ্যা :    রাখালদাস বন্দ্যোপাধ্যায় : 1922 সালে হরপ্পা সম্রাজ্যের মহেঞ্জোদারো আবিষ্কার করেন ; স্যার উইলিয়াম জোন্স : 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন । 

4. পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
A. ইব্রাহিম লোদি
B. রানা সঙ্গ
C. মামুদ লোদি
D. মেদেনী রায়

  • উত্তর :   A.  ইব্রাহিম লোদি   
  • ব্যাখ্যা :     1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে বাবর দিল্লিতে মোঘল বংশের শাসনের সূচনা করেন । পানিপথ ভারতবর্ষের  হরিয়ানা রাজ্যে অবস্থিত । 

5. শেরশাহের প্রকৃত নাম কি ?
A. শের খাঁ
B. আজম খাঁ
C. ফরিদ খাঁ
D. ফরিদ শাহ

  • উত্তর :  C. ফরিদ খাঁ     

6. চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে ভারতে আসেন ?
A. ফা হিয়েন
B. হিউয়েন সাঙ
C. স্ট্রাবো
D. মেগাস্থিনিস

  • উত্তর :   D.  মেগাস্থিনিস     
  • ব্যাখ্যা :    মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেন । 

7. খাজুরাহো-এর মন্দিরগুলো কোন রাজার কীর্তি ?
A. চন্দেল
B. চোল
C. চালুক্য
D. চের

  • উত্তর :   A.  চন্দেল      
  • ব্যাখ্যা :    খাজুরাহো-এর মন্দিরগুলো চন্দেল রাজবংশের অধীনে ৯৫০ ও ১০৫০ খ্রীষ্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত । 

8. ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?
[A] পাঞ্জাব
[B] রাজস্থান
[C] সিন্ধু
[D] গুজরাট

  • উত্তর :   [C]  সিন্ধু    

9. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
[A] 1526 খ্রিস্টাব্দে
[B] 1540 খ্রিস্টাব্দে
[C] 1576 খ্রিস্টাব্দে
[D] 1757 খ্রিস্টাব্দে

  • উত্তর :    [C]  1576  খ্রিস্টাব্দে    
  • ব্যাখ্যা :    1576 খিষ্টাব্দে হলদিঘাটের যুদ্ধে সম্রাট আকবর মহারানা প্রতাপকে পরাজিত করেছিলেন। 

10. “আলাই দরজা” কে নির্মাণ করেন ?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] আল্লাউদ্দিন খিলজি
[D] হুমায়ুন

  • উত্তর :     [C] আল্লাউদ্দিন খিলজি   
  • ব্যাখ্যা :    1311 সালে সুলতান আলাউদ্দিন খিলজি আলাই দরজা  নির্মাণ করেন । লাল বেলেপাথরের তৈরি এটি একটি বর্গাকার গম্বুজ বিশিষ্ট প্রবেশদ্বার ।

11. হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা উল্লেখ আছে ?
[A] সমুদ্রগুপ্তের
[B] তৃতীয় কৃষ্ণের
[C] রাজরাজ চোলের
[D] অশোকের

  • উত্তর :    [A]  সমুদ্রগুপ্তের   
  • ব্যাখ্যা :    সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় । হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ।

12. হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ?
[A] বিম্বিসার
[B] অজাত শত্রূ
[C] উদয়ভদ্র
[D] নাগদশক

  • উত্তর :    [D]   নাগদশক  
  • ব্যাখ্যা :    নাগদশক খ্রিস্টপূর্ব ৪৩৫ থেকে ৪১৩ পর্যন্ত মাগধের রাজা ছিলেন । তিনি তাঁর পিতা অনুরুদ্ধ মুন্ডাকে হত্যা করেছিলেন এবং চব্বিশ বছর রাজত্ব করেছিলেন। মাগধের মানুষজন তাঁকে ক্ষমতাচ্যুত করে তাঁর জায়গায় শিশুনাগকে রাজা করে। শিশুনাগ ছিলেন শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা। 

13. অমিত্রাঘাত উপাধিটি কার ছিল ?
[A] বিম্বিসার
[B] বিন্দুসার
[C] অশোক
[D] চন্দ্রগুপ্ত মৌর্য

  • উত্তর :    [B]  বিন্দুসার    
  • ব্যাখ্যা :    সংস্কৃত শব্দ ‘অমিত্রঘাত’ এর অর্থ  শত্রু বিনাশকারী। বিন্দুসার ছিলেন দ্বিতীয় মৌর্য্য সম্রাট, যিনি চন্দ্রগুপ্ত মৌর্য্যের পর ২৯৮ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন লাভ করেন।

14. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
[A] গোপাল
[B] বল্লাল সেন
[C] লক্ষণ সেন
[D] ধর্মপাল

  • উত্তর :  [B]  বল্লাল সেন  

15. সুলতানী আমলে “ইকতা” বলতে কি বোঝাত ?
A. এক প্রকার অভিবাদন
B. একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
C. কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
D. উপরের কোনটিই নয়

  • উত্তর :   C. কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান  

16. ঐরঙ্গজেব কোন্‌ শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
A. রামদাস
B. তেগ বাহাদুর
C. অর্জুনদেব
D. গোবিন্দ সিং

  • উত্তর :   B.  তেগ বাহাদুর     

17. নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?
A. বিম্বিসার
B. মহাপদ্মনন্দ
C. অজাতশত্রু
D. ধনানন্দ

  • উত্তর :    B.  মহাপদ্মনন্দ       
  • ব্যাখ্যা :    মহাপদ্ম নন্দ একারট ও সর্বক্ষত্রন্তক নামেও পরিচিত ছিলেন। 

18. কে শকাব্দ প্রচলন করেন ?
A. ভূমক
B. নহপান
C. রুদ্রদমন
D. কনিষ্ক

  • উত্তর :  D. কনিষ্ক

19. নিচের কোন শহরটি প্রাচীন ভারতে অবন্তী নামে পরিচিত ছিল ?
A. বারাণসী
B. উজ্জয়িনী
C. পাটনা
D. আলওয়ার

  • উত্তর :    B.  উজ্জয়িনী   
  • ব্যাখ্যা :  উজ্জয়িনী ভারতের মধ্য প্রদেশ অবস্থিত । উজ্জয়িনী মহাকাল মন্দিরের জন্য বিখ্যাত ।

20. সুলতানী আমলে কোন্ বাঙালী কবিকে ‘গুণরাজ খাঁ’ উপাধিতে ভূষিত করা হয়েছে ?
A. জ্ঞানদাস
B. গোবিন্দদাস
C. মালাধর বসু
D. চণ্ডীদাস

  • উত্তর :   C. মালাধর বসু  

21. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
[A] অসঙ্গ
[B] বীরবল
[C] হরিসেন
[D] বসুবন্ধু

  • উত্তর :    [C]  হরিসেন     
  • ব্যাখ্যা :  কবি হরিসেন তার ‘প্রয়াগ-প্রশ্স্তি’তে  সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা উল্লেখ করে গেছেন।

22. হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
A. বাবর
B. আকবর
C. জাহঙ্গীর
D. শাহজাহান

  • উত্তর :    B.  আকবর    
  • ব্যাখ্যা :   কুতুবউদ্দিন আইবক প্রথমবার অমুসলিমদের উপর জাজিয়া চাপিয়ে দিয়েছিল। ফিরোজ তুঘলক ব্রাহ্মণদের উপর জাজিয়াকে চাপিয়ে দিয়েছিলেন। জিজিয়াকে 16 শ শতাব্দীতে মোগল শাসক আকবর বিলুপ্ত করেছিলেন তবে ঐরঙ্গজেব 17 শ শতকে পুনরায় প্রবর্তন করেছিলেন।

23. কোন্‌ চোল রাজা বাংলা জয় করেছিলেন ?
A. রাজ রাজ
B. প্রথম রাজেন্দ্র চোল
C. দ্বিতীয় রাজেন্দ্র চোল
D. রাজাধিরাজ

  • উত্তর :   B.  প্রথম রাজেন্দ্র চোল  

24. শেরশাহের সেনাপতি কে ছিলেন ?
A. ব্রহ্মজিৎ গৌড়
B. দিলির খান
C. শায়েস্তা খান
D. জয়সিংহ

  • উত্তর :   A. ব্রহ্মজিৎ গৌড়     

25. 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ?
A. বাবর
B. আকবর
C. হুমায়ুন
D. জাহাঙ্গীর

  • উত্তর :   C.  হুমায়ুন  

26. ‘দাম’ কি ?
A. শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
B. আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
C. শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
D. ঐরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা

  • উত্তর :  A. শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা   

27. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
A. লোথাল
B. হরপ্পা
C. মহেঞ্জোদারো
D. কালিবঙ্গান

  • উত্তর :   C.  মহেঞ্জোদারো    

28. ফতেপুর সিক্রীতে ইবাদতখানা (House of Worship) কে নির্মাণ করেন ?
A. শাহজাহান
B. ঐরঙ্গজেব
C. আকবর
D. জাহাঙ্গীর

  • উত্তর :   C.  আকবর    

29. কোন্ রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?
A. নসক
B. গাল্লাবকস
C. জাবত
D. কানকুট

  • উত্তর :    C.  জাবত   
  • ব্যাখ্যা :   আকবরের অর্থমন্ত্রী  রাজা টোডরমল “জাবত”  নামক রাজস্ব উপার্জনের একটি নতুন ব্যবস্থা চালু করেছিলেন  এবং তিনি “দাহশালা” নামে কর আদায়ের একটি ব্যবস্থা চালু করেন।

30. তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোরী এবং নিম্নলিখিত কার মধ্যে হয়ে ছিল ?
A. রাণার সঙ্গে
B. রাণা প্রতাপ
C. পৃথ্বীরাজ চৌহান
D. রাণা হাম্বিরদেব

  • উত্তর :   C.  পৃথ্বীরাজ চৌহান    

31. শূলপাণি কোন্‌ যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?
A. কুষাণ যুগ
B. গুপ্ত যুগ
C. পাল যুগ
D. সেন যুগ

  • উত্তর :   D.  সেন যুগ

32. মুঘল সাম্রাজ্যে সরকারী ভাষা কি ছিল ?
A. উর্দু
B. ফার্সি
C. আরবি
D. তুর্কি

  • উত্তর :   B.   ফার্সি    

33. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন ?
A. আকবর
B. জাহাঙ্গীর
C. শাহজাহান
D. ঔরংজেব

  • উত্তর :   B.  জাহাঙ্গীর   

34. ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছেছিলেন ?
A. 1497
B. 1498
C. 1499
D. 1500

  • উত্তর :     B. 1498  
  • ব্যাখ্যা :   1498 সালের 20 মে, পর্তুগিজ ভাস্কো দা গামা ভারতের ক্যালিকট পৌঁছেছিলেন। 

35. ফতেপুর সিক্রীতে কে ইবাদতখানা নির্মাণ করেন ?
A. শাহজাহান
B. ঐরঙ্গজেব
C. আকবর
D. জাহাঙ্গীর

  • উত্তর :   C.  আকবর   

36. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
A. ফিরোজশাহ তুঘলক
B. চন্দ্রগুপ্ত মৌর্য
C. বিম্বিসার
D. আলাউদ্দিন খিলজী

  • উত্তর :   D.  আলাউদ্দিন খিলজী

37. গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন ?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. বিষ্ণুগুপ্ত
C. প্রথম চন্দ্রগুপ্ত
D. স্কন্দগুপ্ত

  • উত্তর :   A.  দ্বিতীয় চন্দ্রগুপ্ত    

38. অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন ?
A. আলেকজান্ডার কানিংহাম
B. জেমস প্রিন্সেপ
C. ম্যাক্স ম্যুলার
D. মটিমর হুইলার

  • উত্তর :  B.  জেমস প্রিন্সেপ    

39. নিম্নে উল্লিখিত কোন্ স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ?
A. প্রতাপগড়
B. মেহেরগড়
C. কোয়েটা
D. কালাত

  • উত্তর :   B.  মেহেরগড়   

40. কোন্ রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?
A. মান সিংহ
B. অমর সিংহ
C. উদয় সিংহ
D. যশবন্ত সিংহ

  • উত্তর :    D.  যশবন্ত সিংহ

41. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?
A. কুতুবুদ্দিন বখতিয়ার কাকী
B. নাসিরুদ্দিন কুবাচা
C. ইলতুৎমিস
D. কুতুবুদ্দিন আইবক

  • উত্তর :     C.  ইলতুৎমিস
  • ব্যাখ্যা :   1192 সালের দিকে কুতুব-উদ-দ্বীন আইবাক কুতুব মিনার কল্পনা করেছিলেন, তবে তিনি কেবল বেসমেন্টটিই সম্পন্ন করতে পেরেছিলেন। নির্মাণকাজটি পরবর্তী সময়ে তাঁর উত্তরসূরী ইলতুৎমিস সমাপ্ত করেন।

42. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?
A. সুরকোটাডা
B. লোথাল
C. ধোলাভিরা
D. বনওয়ালি

  • উত্তর :     D.  বনওয়ালি   
  • ব্যাখ্যা :   বনওয়ালি হরিয়ানার ফতেহবাদ জেলার একটি প্রত্নতাত্ত্বিক সাইট।

43. কোন্ রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?
A. অঙ্গ
B. কোশল
C. মগধ
D. অবন্তি

  • উত্তর :  C.  মগধ  

44. কোন্ গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ?
A. সমুদ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. স্কন্দগুপ্ত
D. কুমারগুপ্ত

  • উত্তর :     C.  স্কন্দগুপ্ত   
  • ব্যাখ্যা :   গুপ্ত রাজা স্কন্দ গুপ্ত হুনদের আক্রমণ চালিয়েছিলেন যারা 466 A.D.  এবং 467 A.D. -এর কাছাকাছি সময়ে হিন্দু কুশ পেরিয়েছিল।

45. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন ?
A. মান সিংহ
B. টোডরমল
C. ভগবন্ত দাস
D. বীরবল

  • উত্তর :   D.  বীরবল

46. রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোনটি ?
A. কাছোয়া
B. শিশোদিয়া
C. সোলাঙ্কি
D. পরামার

  • উত্তর :  B.  শিশোদিয়া

47. কে বুদ্ধের সমকালীন একজন বিখ্যাত চিকিৎসক ?
A. কৌটিল্য
B. নচিকেতা
C. চরক
D. জীবক

  • উত্তর :     D.  জীবক  
  • ব্যাখ্যা :   জীবক ছিলেন বুদ্ধ এবং ভারতীয় রাজা বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ।

48. কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?
A. শাহজাহান
B. আকবর
C. জাহাঙ্গীর
D. ঔরঙ্গজেব

  • উত্তর :    C.  জাহাঙ্গীর

49. রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন ?
A. সুকারচাকিয়া মিসল
B. ভেঙ্গি মিসল
C. কানহেয়া মিসল
D. গোবিন্দ মিসল

  • উত্তর :    A.  সুকারচাকিয়া মিসল

50. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?
A. কালিবঙ্গান
B. লোথাল
C. কোটডিজি
D. রোপার

  • উত্তর :   B.  লোথাল

51. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ?
A. ডিমিট্রিয়াস
B. প্রথম অ্যান্টিওকাস
C. মিনান্দার
D. উপরের কোনোটিই নয়

  • উত্তর :     C.  মিনান্দার
  • ব্যাখ্যা :   ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো-গ্রীক শাসক ছিলেন মেনান্দার (মিলিন্দা)। তাঁর রাজধানী ছিল পাঞ্জাবের ‘সাকালা’ (বর্তমান শিয়ালকোট)।

52. কোন্ রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
A. ধর্মপাল
B. ধ্রুব
C. দেব পাল
D. বল্লাল সেন

  • উত্তর :     A.  ধর্মপাল  
  • ব্যাখ্যা :   পাল রাজবংশের দ্বিতীয় শাসক ধরমপাল ছিলেন একজন ধার্মিক বৌদ্ধ রাজা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাধিক পরিচিত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিহারের ভাগলপুরের কাছে কাহালগাঁওয়ে অবস্থিত। 

53. খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?
A. পাল, চোল, পল্লব
B. পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
C. চোল, প্রতিহার, রাষ্ট্রকূট
D. পাল, চোল, রাষ্ট্রকুট

  • উত্তর :   C.  চোল, প্রতিহার, রাষ্ট্রকূট

54. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?
A. সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের
B. একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের
C. মালাবার উপকূলে আরব বণিকগণের
D. সুফি সন্ত এবং আরবী পর্যটকগণের

  • উত্তর :  C.  মালাবার উপকূলে আরব বণিকগণের

55. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
A. বলবন
B. রাজিয়া
C. জালালউদ্দিন খলজী
D. ফিরোজ তুঘলক

  • উত্তর :  C.  জালালউদ্দিন খলজী

56. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?
A. বিজাপুর
B. গোলকুণ্ডা
C. হাম্পি
D. বরোদা

  • উত্তর :  C.  হাম্পি 

57. নিম্নলিখিত কোন্ ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন ?
A. রাজা মান সিং
B. টোডরমল
C. তানসেন
D. রাজা বীরবল

  • উত্তর : D.  রাজা বীরবল

58. ‘তকাভি’ বলতে কি বোঝায় ?
A. কৃষক ঋণ
B. এক ধরনের উর্বর জমি
C. হিন্দুদের উপর আরোপিত কর
D. অনুর্বর জমি

  • উত্তর :    A.  কৃষক ঋণ

59. কে ‘সুল-ই-কুল’ নীতি প্রবর্তন করেন ?
A. আকবর
B. ঔরঙ্গজেব
C. জাহান্দার শাহ
D. মহম্মদ শাহ

  • উত্তর :     A.  আকবর
  • ব্যাখ্যা :     সুল-ই-কুল’ হল একটি আরবি শব্দ যা আক্ষরিক অর্থ “সকলের সাথে শান্তি”, “সর্বজনীন শান্তি” বা “নিখুঁত শান্তি” (“peace with all,” “universal peace,” or “absolute peace,” )।

60. দিল্লির কোন্ সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন ?
A. কুতুবউদ্দিন আইবক
B. ইলতুৎমিস
C. মহম্মদ-বিন-তুঘলক
D. ফিরোজ-শাহ-তুঘলক

  • উত্তর :    C.  মহম্মদ-বিন-তুঘলক

61. কোন্ মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন ?
A. বাবর
B. আকবর
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব

  • উত্তর :     A.  বাবর
  • ব্যাখ্যা :     বাবর তাঁর জীবনী অর্থাৎ বাবরনামা রচনা করেছেন যা তুজুক-ই-বাবুরি নামেও পরিচিত। বাবর ও জাহাঙ্গীর হলেন মুঘল সম্রাট যারা তাদের নিজস্ব জীবনী রচনা করেছিলেন। বাবরনামা ইসলামী সাহিত্যের প্রথম সত্য আত্মজীবনী হিসাবেও পরিচিত।

62. রামমোহন রায়-কে ‘রাজা’ উপাধি প্রদান করেন কোন্ মুঘল সম্রাট ?
A. জাহান্দার শাহ
B. মহম্মদ শাহ
C. দ্বিতীয় আকবর
D. বাহাদুর শাহ জাফর

  • উত্তর :  C.  দ্বিতীয় আকবর

63. সৎনামী বিদ্রোহ কোন্ মুঘল সম্রাটের আমলে হয় ?
A. আকবর
B. জাহাঙ্গীর
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব

  • উত্তর :   D.  ঔরঙ্গজেব

64. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
A. মহেঞ্জোদারো
B. সুকতাজেনদোর
C. কলিবঙ্গান
D. লোথাল

  • উত্তর :    C.  কলিবঙ্গান

65. চিনা পর্যটক হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে আসেন ?
A. সমুদ্রগুপ্ত
B. অশোক
C. হর্ষবর্ধন
D. প্রথম কুলোতঙ্গ

  • উত্তর :     C.  হর্ষবর্ধন
  • ব্যাখ্যা :      চীনা পর্যটক হিউয়েন সাঙ সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে ভারত সফর করেছিলেন। তিনি যখন চীনে ফিরে গিয়েছিলেন, তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে তাঁর গ্রন্থ  ‘সি-ইয়ু-কি’ (‘Record of the Western Countries’) -এ  ভারতের বিশদ বর্ণনা লিখেছিলেন।

66. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
A. ফিরোজ শাহ তুঘলক
B. মহম্মদ বিন তুঘলক
C. আলাউদ্দিন খলজি
D. সিকান্দার লোদি

  • উত্তর :  C.  আলাউদ্দিন খলজি

67. কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন ?
A. গিয়াসুদ্দিন বলবন
B. ইলতুৎমিস
C. আলাউদ্দিন খলজি
D. মহম্মদ বিন তুঘলক

  • উত্তর :   A.  গিয়াসুদ্দিন বলবন

68. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
A. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
B. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
C. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
D. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে

  • উত্তর :     A.  পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
  • ব্যাখ্যা :      বেসিনের চুক্তি 31শে ডিসেম্বর 1802 খ্রিষ্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজীরাও  এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়।

69. 1835 খ্রিষ্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয় ?
A. আরবি
B. ফার্সি
C. তুর্কি
D. উর্দু

  • উত্তর :   B.  ফার্সি

70. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ?
A. হরপ্পা
B. লোথাল
C. ধোলাভিরা
D. সুর্কোটা

  • উত্তর :   B.  লোথাল

71. কার রাজত্বকালে ‘জবত’ ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?
A. আলাউদ্দিন খিলজি
B. শেরশাহ
C. আকবর
D. শাহজাহান

  • উত্তর :    C.  আকবর

72. নিম্নলিখিত দাস বংশীয় কোন্ সুলতান দাস ছিলেন না ?
A. কুতুবুদ্দিন আইবক
B. ইলতুৎমিস
C. রাজিয়া
D. বলবন

  • উত্তর :   C.  রাজিয়া

73. আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্র শিল্পী কে ?
A. ফারুক
B. মুশকিন
C. মনসুর
D. মুকুন্দ

  • উত্তর :   C.  মনসুর

74. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন ?
A. বিন্দুসার
B. অজাতশত্রু
C. অশোক
D. হর্ষ

  • উত্তর :   A.  বিন্দুসার

75. দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?
A. যুদ্ধজয়
B. ধর্ম বিজয়
C. দিগ্বিজয়
D. ওপরের কোনোটিই নয়

  • উত্তর :   B.  ধর্ম বিজয়

76. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?
A. পাল
B. সেন
C. গৌড়
D. কামরূপ

  • উত্তর :   C.  গৌড়

77. কোন্ শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?
A. বিম্বিসার
B. চন্দ্রগুপ্ত
C. প্রদ্যোৎ
D. অজাতশত্রু

  • উত্তর :   A.  বিম্বিসার

78. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন্ নদীর তীরে যুদ্ধ করেছিলেন ?
A. সিন্ধু
B. ঝিলাম
C. রবি
D. ইরাবতী

  • উত্তর :     B.  ঝিলাম
  • ব্যাখ্যা :     326 খ্রিস্টপূর্বে ঝিলাম নদীর তীরে (গ্রীকদের কাছে হিদাসপেশ নামে পরিচিত)  পুরু এবং গ্রেট আলেকজান্ডারের মধ্যে হিদাসপেশের যুদ্ধ হয়েছিল।

79. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত ?
A. আগ্রা
B. দিল্লি
C. লাহোর
D. শ্রীনগর

  • উত্তর :      C.  লাহোর
  • ব্যাখ্যা :      জাহাঙ্গীরের সমাধিটি পাকিস্তানের লাহোরের শাহদারাতে অবস্থিত।

80. দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ?
A. মহম্মদ ঘোরী
B. কুতুবুদ্দিন আইবক
C. ইলতুৎমিস
D. গিয়াসউদ্দিন বলবন

  • উত্তর :  B.  কুতুবুদ্দিন আইবক

81. ‘তক্ষশীলা’ বিখ্যাত ছিল কোন্ ক্ষেত্র হিসাবে ?
A. আদি আর্য যুগ
B. গান্ধার শিল্প
C. গুপ্ত শিল্প
D. মৌর্য শিল্প

  • উত্তর :   B.  গান্ধার শিল্প

82. কোন্ মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন ?
A. শিবাজী
B. বালাজী বিশ্বনাথ
C. প্রথম বাজীরাও
D. দ্বিতীয় বাজীরাও

  • উত্তর :   C.  প্রথম বাজীরাও

83. মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান ?
A. 1658
B. 1659
C. 1662
D. 1666

  • উত্তর :      D.  1666
  • ব্যাখ্যা :      মুঘল সম্রাট শাহজাহান 22 শে জানুয়ারী, 1666 আগ্রা ফোর্টে মারা যান।

84. বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
A. আলাউদ্দিন হাসান বাহমান শাহ
B. প্রথম মহম্মদ শাহ
C. ফিরোজ শাহ
D. আহম্মদ শাহ

  • উত্তর :      A.  আলাউদ্দিন হাসান বাহমান শাহ
  • ব্যাখ্যা :       1347 সালের 3 রা আগস্ট বদখশানের পার্সিয়ান বংশোদ্ভূত আলাউদ্দিন হাসান বাহমান শাহ বাহমানি সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা করেন।

85. কত সালে দ্বিতীয় পাণিপথের যুদ্ধ হয় ?
A. 1605
B. 1707
C. 1757
D. 1556

  • উত্তর :      D.  1556
  • ব্যাখ্যা :       পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালের 5 নভেম্বর উত্তর ভারতের হিন্দু সম্রাট হেম চন্দ্র বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে হয়েছিল।

86. ভারতে পর্তুগীজ শক্তির কেন্দ্র কোথায় ছিল ?
A. কোচিন
B. কালিকট
C. বিজাপুর
D. গোয়া

  • উত্তর :    D.  গোয়া

87. কোন্ বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?
A. 712 খ্রী
B. 715 খ্রী
C. 718 খ্রী
D. 721 খ্রী

  • উত্তর :   A.  712 খ্রী

88. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?
A. ইব্রাহিম লোদী
B. সিকন্দর লোদী
C. দৌলত খাঁ লোদী
D. শের খাঁ

  • উত্তর :      C.  দৌলত খাঁ লোদী
  • ব্যাখ্যা :        লোদি রাজত্বকালে, লাহোরের শাসক দিলওয়ার খান লোদির পিতা দৌলত খাঁ লোদি, ইব্রাহিমের সাথে অসন্তোষের কারণে বাবরকে ভারতে আক্রমণ করার আমন্ত্রণ জানান।

89. সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
A. 1707
B. 1739
C. 1756
D. 1757

  • উত্তর :   C.  1756

90. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
A. অম্ভি
B. মহাপদ্ম
C. পুরু
D. উপরের সবাই

  • উত্তর :      C.  পুরু
  • ব্যাখ্যা :         326 খ্রিস্টপূর্বে ঝিলাম নদীর তীরে (গ্রীকদের কাছে হিদাসপেশ নামে পরিচিত)  পুরু এবং গ্রেট আলেকজান্ডারের মধ্যে হিদাসপেশের যুদ্ধ হয়েছিল।

91. গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
A. 12
B. 17
C. 5
D. 20

  • উত্তর :   B.  17

92. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?
A. খিলজি বংশের একজন সুলতান
B. একজন সুফি সন্ত
C. গিয়াসুদ্দিন বলবনের একজন মন্ত্রী
D. আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ

  • উত্তর :  B.  একজন সুফি সন্ত

93. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ?
A. নিকলো কন্টি
B. ফ্রাঙ্কোয়া বার্নিয়ের
C. স্যার টমাস রো
D. আথানসিয়াস নিকিতিন

  • উত্তর :       C.  স্যার টমাস রো
  • ব্যাখ্যা :     ক্যাপ্টেন ডব্লিউ কুক এবং স্যার টমাস রো,  জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন।

94. কোন্ মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?
A. জাহাঙ্গীর
B. আওরঙ্গজেব
C. শাহজাহান
D. বাহাদুর শাহ

  • উত্তর :        C.  শাহজাহান
  • ব্যাখ্যা :     1638 সালে শাহজাহান মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে পরিবর্তন করেছিলেন।

95. কোন্ মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ?
A. ফারুখশিয়ার
B. বাহাদুর শাহ
C. শাহ আলম
D. মহম্মদ শাহ

  • উত্তর :  D.  মহম্মদ শাহ

96. বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে ?
A. সরফরাজ খান
B. সাওকত জঙ্গ
C. আলিবর্দী খান
D. সুজাউদ্দিন

  • উত্তর :   D.  সুজাউদ্দিন

97. ‘টোডারমল’ কে ছিলেন ?
A. শেরশাহের একজন মন্ত্রী
B. আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ
C. মেবারের একজন রাজপুত্র
D. জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ

  • উত্তর :    B.  আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ

98. সমুদ্র গুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?
A. কলহন
B. বিলহন
C. বাণভট্ট
D. হরিষেণ

  • উত্তর :        D.  হরিষেণ  
  • ব্যাখ্যা :    হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ।

99. বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত্ত নেতা কে ছিলেন ?
A. ধেকাতা
B. গান্ধাতা
C. দিব্য
D. ময়ুরধ্বজ

  • উত্তর :   C.  দিব্য

100. ‘খালিমপুর তাম্রপট’ পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?
A. দেবপাল
B. রামপাল
C. ধর্মপাল
D. প্রথম মহীপাল

  • উত্তর :   C.  ধর্মপাল

GK, Current Affairs, Job News, চাকরী পরীক্ষার Result জানতে এবং Admit Card ডাউনলোড করতে অবশ্যই “JOB SITE INDIA” ওয়েবসাইটের Android App টি Install করুন

Job Site India Mobile App

Subscribe Our YouTube Channel

সাধারণ জ্ঞান : ভারতের ইতিহাস (Indian History GK)

প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের ভারতের ইতিহাস সম্পর্কিত GK (Indian History GK ) জানা কি খুবই জরুরী ?  হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test  ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ?  অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার ভারতের ইতিহাস সম্পর্কিত GK  পড়ুন এবং ভারতের ইতিহাস সম্পর্কিত GK  -এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GKToday) দিতে কখনোই ভুলবেন না। 

সাধারণ জ্ঞান : ভারতের ইতিহাস (Indian History GK)

প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের ভারতের ইতিহাস সম্পর্কিত GK (Indian History GK ) জানা কি খুবই জরুরী ?  হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test  ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ?  অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার ভারতের ইতিহাস সম্পর্কিত GK  পড়ুন এবং ভারতের ইতিহাস সম্পর্কিত GK  -এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GKToday) দিতে কখনোই ভুলবেন না। 

Leave a Reply