India History : ভারতের স্বাধীনতার ইতিহাস সম্পর্কিত জিকে ক্যুইজ সেট – ১

Indian History Quiz পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের জানা কি খুবই জরুরী ?  হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। 

সাধারণ জ্ঞান : ভারতের স্বাধীনতার ইতিহাস (Indian History Quiz)

নিয়ম  :  প্রথমে ‘Start’ বোতামটি ক্লিক করুন ও প্রশ্নটি ভালোভাবে পড়ুন । প্রতিটি প্রশ্নের চারটি উত্তর অপশন আছে । আপনার পছন্দের উত্তরটি ক্লিক করুন, সাথে সাথে আপনি উত্তরটি সঠিক না ভূল জেনে যাবেন।  এরপর ‘Next’ বোতাম ক্লিক করে পরের প্রশ্নে যান । এইভাবে পুরো প্রশ্নের সেটটি শেষ করুন এবং আপনার চূড়ান্ত স্কোর দেখে নিন। 

0%
126

ভারতের স্বাধীনতার ইতিহাস জিকে : সেট -১

1 / 50

1932 সালে ‘অল ইন্ডিয়া হরিজন সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন কে ?

2 / 50

ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন্ ঘটনার সঙ্গে সূর্যসেন জড়িত ছিলেন ?

3 / 50

কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ?

4 / 50

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?

5 / 50

কার কাছ থেকে ইস্ট-ইণ্ডিয়া কোম্পানী দেওয়ানী লাভ করেছিল ?

6 / 50

বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?

7 / 50

কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ? 

8 / 50

কংগ্রেসকে “আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ” বলে সমালোচনা করেছিলেন কে ?

9 / 50

কোন্  বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ?

10 / 50

ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ্ – এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?

11 / 50

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল ?

12 / 50

হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন্ ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল ?

13 / 50

কোন্ আইন কে ‘Black-Bill’ বলা হত ?

14 / 50

1927 সালের সাইমন কমিশন বয়কটের মূল কারণ হল কোনটি ? 

15 / 50

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন্ বিশেষ ঘটনা ঘটেছিল ?

16 / 50

কে ‘New Lamps for the Old’ এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে  কংগ্রেসের সমালোচনা করেন ?

17 / 50

অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন ?

18 / 50

‘চিরস্থায়ী বন্দোবস্ত’কে প্রবর্তন করেন ?

19 / 50

কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?

20 / 50

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ?

21 / 50

‘কেশরী’ র সম্পাদক কে ছিলেন ?

22 / 50

কোন্ অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়েছিল ? 

23 / 50

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন ? 

24 / 50

 ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’- কে প্রতিষ্ঠা করেন ? 

25 / 50

“ঢাকা অনুশীলন সমিতি” কে প্রতিষ্ঠা করেন ?

26 / 50

ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে ‘পূর্ণ স্বাধীনতা’ অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল ?

27 / 50

বক্সারের যুদ্ধ কবে ঘটে ?

28 / 50

আলীগড় আন্দোলন কে শুরু করেছিলেন ? 

29 / 50

অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল ?

30 / 50

কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজর প্রতিষ্ঠা হয় ?   

31 / 50

দেশভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল ?

32 / 50

ভারতের জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে প্রথমবার ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া হয় ?

33 / 50

অসহযোগ আন্দোলন কোন্ সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ?

34 / 50

কে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন ?

35 / 50

“হিন্দু পেট্রিয়ট”-  এর সম্পাদক কে ছিলেন ?

36 / 50

তিতুমীর কে ছিলেন ?

37 / 50

1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন্‌ ভারতীয় মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?

38 / 50

নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্টিত রাজনৈতিক দলটি  হল –   

39 / 50

কোন্ গভর্নর জেনারেল -এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল ?

40 / 50

ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?

41 / 50

1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন্ নেতার মৃত্যু হয় ?

42 / 50

কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল ? 

43 / 50

ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ?

44 / 50

মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)-এ কি বিষয়ে পড়াশোনার জন্য গিয়েছিলেন ?

45 / 50

কে  ‘এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল’ প্রতিষ্ঠা করেন ?

46 / 50

‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ কে ডাক দিয়েছিলেন ?

47 / 50

পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

48 / 50

সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

49 / 50

কে “গদর পার্টি”-র একজন প্রতিষ্ঠাতা ?

50 / 50

কে বঙ্গভঙ্গ রদ করেন ?

প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের Indian History Quiz জানা কি খুবই জরুরী ? 

                      হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test  ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ?  অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার Indian History Quiz পড়ুন এবং Indian History Quiz -এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GK Today) দিতে কখনোই ভুলবেন না। 

GK, Current Affairs, Job News, চাকরী পরীক্ষার Result জানতে এবং Admit Card ডাউনলোড করতে অবশ্যই “JOB SITE INDIA” ওয়েবসাইটের Android App টি Install করুন

Job Site India Mobile App

Subscribe Our YouTube Channel

প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের ভারতের ইতিহাস GK জানা কি খুবই জরুরী ? 

                      হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test  ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ?  অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার ভারতের ইতিহাস Quiz পড়ুন এবং ভারতের ইতিহাস GK-এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GK Today) দিতে কখনোই ভুলবেন না। 

Leave a Reply