প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের Current Affairs 23.03.2021 জানা কি খুবই জরুরী ? হ্যাঁ, অবশ্যই Current Affairs 23.03.2021 জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি Current Affairs 23.03.2021-এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ? অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই Current Affairs 23.03.2021 -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে Current Affairs 23.03.2021 মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই Current Affairs 23.03.2021 মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার Current Affairs 23.03.2021 পড়ুন এবং Current Affairs 23.03.2021 -এর Quiz প্রাকটিস করুন।
উত্তর :B. ফিনল্যান্ড ব্যাখ্যা :ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021 অনুযায়ী টানা চার বছর ফিনল্যান্ডের শীর্ষে রয়েছে। শুক্রবার প্রকাশিত ইউ এন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-এর তালিকায় ভারত 149 টি দেশের মধ্যে 139 তম স্থান অর্জন করেছে।
2. 67 তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে কোন্ সিনেমা সেরা হিন্দি চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে ? A. ছিছোরে B. তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র C. পাঙ্গা D. থাপ্পদ
উত্তর :A. ছিছোরে ব্যাখ্যা :নীতেশ তিওয়ারির ছিছোরে 67 তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। অসুরান সেরা তামিল চলচ্চিত্রের পুরষ্কার এবং জার্সি সেরা তেলেগু চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে।
3. সেরা চলচ্চিত্র পুরস্কার 2019 জিতেছে কোন্ ছবি ? A. পাঙ্গা B. ছিছোরে C. আশুরান D. মারাক্কর : আরবিক্কাদিলিন্তে সিংহাম
উত্তর :D. মারাক্কর: আরবিক্কাদিলিন্তে সিংহাম ব্যাখ্যা :67 তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার 2021 সালের 22 শে মার্চ ঘোষণা করা হয়। প্রিয়দর্শন পরিচালিত মালায়লাম চলচ্চিত্র ‘মারাক্কর: আরবিক্কাদিলিন্তে সিংহাম’ সেরা ফিচার ফিল্ম পুরষ্কারের জন্য জাতীয় পুরষ্কার অর্জন করেছে।
4. “জাতীয় চলচ্চিত্র পুরষ্কার 2019” – এ সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন ? A. রিতু ভার্মা B. কঙ্গনা রানাউত C. দীপিকা পাড়ুকোন D. ভাবনা
উত্তর :B. কঙ্গনা রানাউত ব্যাখ্যা :কঙ্গনা রানাউত “মণিকর্ণিকা- দ্য কুইন অফ ঝাঁসি অ্যাণ্ড পঙ্গ রানী” চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। মনোজ বাজপেয়ী এবং ধনুশ যথাক্রমে ‘ভোঁসলে’ এবং ‘আশুরান’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
5. ভারতে 45 বছরের উপরের মানষদের COVID -19 টিকাদান কবে থেকে শুরু করবে ? A. 1 লা এপ্রিল B. 10 ই এপ্রিল C. 20 শে এপ্রিল D. 25 শে এপ্রিল