প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের Current Affairs 22.03.2021 জানা কি খুবই জরুরী ? হ্যাঁ, অবশ্যই Current Affairs 22.03.2021 জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি Current Affairs 22.03.2021-এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ? অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই Current Affairs 22.03.2021 -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে Current Affairs 22.03.2021 মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই Current Affairs 22.03.2021 মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার Current Affairs 22.03.2021 পড়ুন এবং Current Affairs 22.03.2021 -এর Quiz প্রাকটিস করুন।
Current Affairs 22.03.2021
1. 2021 সালের 22 শে মার্চ কোন্ রাজ্যের মুখ্যমন্ত্রী COVID-19 পরীক্ষায় পজিটিভ হয়েছেন ? A. মহারাষ্ট্র B. হিমাচল প্রদেশ C. উত্তরাখণ্ড D. মধ্যপ্রদেশ
উত্তর :D. তানজানিয়া ব্যাখ্যা : 2021 সালের 19 শে মার্চ 61 বছর বয়সী সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে ইতিহাস তৈরি করেছেন।
4. “Bringing Governments and People Closer” কে রচনা করেছেন ? A. অমলেন্দু গুহ B. ডাঃ এম রামচন্দ্রন C. অরুন্ধতী রায় D. বিনোদ রায়
উত্তর :B. ডাঃ এম রামচন্দ্রন ব্যাখ্যা :“Bringing Governments and People Closer” বইটি 20 শে মার্চ, 2021 তারিখে ভারতে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন।
5. কে অ্যাস্ট্রাজেনেকার COVID -19 ভ্যাকসিনের (AstraZeneca’s COVID-19 vaccine) প্রথম ডোজ নিয়েছেন ? A. বরিস জনসন B. অ্যাঞ্জেলা মের্কেল C. ইমানুয়েল ম্যাক্রন D. মেটে ফ্রেডেরিক্সেন
উত্তর : B. অ্যাথলেটিক্স ব্যাখ্যা : 2021 সালের 17 ই মার্চ ভারতীয় অ্যাথলিট অবিনাশ সাবেল পাতিয়ালায় ফেডারেশন কাপ সিনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 3000 মিটার স্টিপ্লেচেস ইভেন্টে একটি নতুন জাতীয় রেকর্ড গড়েন, যার সময়কাল 8: 20.20 ছিল।
8. বিশ্ব ব্যাঙ দিবস (World Frog Day) বছরের কোন দিন পালন করা হয় ? A. 19 মার্চ B. 20 মার্চ C. 21 মার্চ D. 22 মার্চ
উত্তর :A. সি আর পি এফ ব্যাখ্যা : 16.03.2021 তারিখে মন্ত্রিসভার নিয়োগ কমিটি সিনিয়র আই পি এস অফিসার কুলদীপ সিংকে 2024 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় সুরক্ষা গার্ড (CSG) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) ডিরেক্টর-জেনারেল (DG) হিসাবে নিয়োগ করেছে।
10. কোন্ রাজ্য শিশুদের জন্য 100 টি নার্সারি স্পোর্টস একাডেমী স্থাপন করবে ? A. ওডিশা B. বিহার C. কর্ণাটক D. রাজস্থান