প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের Current Affairs 18.03.2021 জানা কি খুবই জরুরী ? হ্যাঁ, অবশ্যই Current Affairs 18.03.2021 জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি Current Affairs 18.03.2021-এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ? অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই Current Affairs 18.03.2021 -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে Current Affairs 18.03.2021 মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই Current Affairs 18.03.2021 মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার Current Affairs 18.03.2021 পড়ুন এবং Current Affairs 18.03.2021 -এর Quiz প্রাকটিস করুন।
Current Affairs 18.03.2021
1. 2021 সালের এপ্রিলে কোন্ শহর ভারত, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ত্রিপক্ষীয় মতবিনিময় আয়োজন করবে ? A. সিডনি B. প্যারিস C. নয়াদিল্লি D. বেঙ্গালুরু
উত্তর :C. নয়াদিল্লি ব্যাখ্যা :2021 সালের এপ্রিলে ভারত, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ত্রিপক্ষীয় সংলাপ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। মন্ত্রি-পর্যায়ের এই কথোপকথনে ই এম জয়শঙ্কর, ফরাসী বিদেশমন্ত্রী জ্যান-ইয়ভেস লে ড্রিয়ান এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেইন অংশগ্রহণ করবেন।
2. 2021 সালের 17 মার্চ কোন্ দেশের রাষ্ট্রপতি মারা গেলেন ? A. ব্রাজিল B. তানজানিয়া C. নাইজেরিয়া D. ইটালি
উত্তর : B. তানজানিয়া ব্যাখ্যা :তানজানিয়ার রাষ্ট্রপতি জন পম্পে মাগুফুলি 2021 সালের 17 মার্চ, 61বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তানজানিয়ার সংবিধান অনুসারে সহ-রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার নতুন রাষ্ট্রপতি হবেন। তিনি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হবেন।
3. চেমনেচেরি কুনিরামন নায়ার 15 মার্চ 2021 তারিখে মারা যান। , তিনি কোন্ নৃত্যের একজন প্রবীণ শিল্পী ছিলেন ? A. কথাকলি C. মণিপুরী B. কথক D. ভারতনাট্যম
উত্তর :A. কথাকলি ব্যাখ্যা :তাঁর বয়স হয়েছিল 105 বছর। কথাকলি নৃত্যে তাঁর গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসাবে 2017 সালে তাঁকে পদ্মশ্রী দিয়ে ভূষিত করা হয়েছিল।
4. ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ কোনটি ? A. ইরান B. ইরাক C. তুরস্ক D. সংযুক্ত আরব আমিরশাহী
7. “বিশ্ব গ্রাহক অধিকার দিবস 2021” এর থিম কী ? A. Tackling Plastic Pollution B. Building a Digital World Consumers can Trust C. Trusted Smart Products D. Making Digital Marketplaces Fairer
উত্তর :D. ঝাড়খণ্ড ব্যাখ্যা :চলতি 2020-21 অর্থবৎসরে মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি আইনের (MGNREGA : Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) আওতায় চাকরি দেওয়ার ক্ষেত্রে ছত্তিশগড় দেশের প্রথম স্থানে রয়েছে।
9. কোন্ অ্যালবামটি ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস-2021’ – এ “অ্যালবাম অফ দ্য ইয়ার ” পুরষ্কার জিতেছে ? A. Folklore B. Black Pumas C. Chilombo D. Everyday Life