উত্তর : B. 6 জুন
ব্যাখ্যা : BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) হল বঙ্গোপসাগর অঞ্চলের দক্ষিণ এশিয়ার ( ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা) পাঁচটি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি (মায়ানমার এবং থাইল্যান্ড) – এই সাতটি সদস্য দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা।
বিমসটেকের সভাপতিত্ব সদস্য দেশগুলির মধ্যে ঘোরে। শ্রীলঙ্কা বিমসটেকের বর্তমান চেয়ারম্যান।
প্রতিষ্ঠা : 6 জুন 1997
সচিবালয় : ঢাকা, বাংলাদেশ
সেক্রেটারি জেনারেল : টেনজিন লেকফেল