3. আমিশা একজন নৃত্যশিল্পী । নৃত্যশিল্পীগণ সকলেই যুবতী । সিদ্ধান্ত ? A. সকল যুবতীই নৃত্যশিল্পী B. সকল নৃত্যশিল্পীই যুবতী C. আমিশা যুবতী নন এবং সেই হেতু নৃত্যশিল্পী নন D. আমিশা একজন যুবতী নৃত্যশিল্পী
ব্যাখ্যা :অনলাইন সোশ্যাল মিডিয়া ফেসবুক 2004 সালের 4 ঠা ফেব্রুয়ারী চালু হয় ।
6. A -এর বাবা B -এর শ্বশুরমশায় । B -এর বাবা C -এর শ্বশুরমশায় । যদি A ও B পুরুষ এবং C একজন স্ত্রীলোক হয় তাহলে A ও C এবং B ও C –এর মধ্যে সম্পর্কটা কিরূপ ? A. C, A -এর স্ত্রী এবং B –এর বোন B. B -এর স্ত্রী C যার ভাই হল A C. A ও B ভাই এবং C, B –এর স্ত্রী D. উপরের কোন্টিই নয়
7. পাঁচটি বই একটি গ্রুপে আছে । অঙ্কের বইয়ের ওপরে ইংরাজী বই আছে । আবার বাণিজ্যের বই জীববিদ্যার বইয়ের নীচে আছে । অঙ্কের বই জীববিদ্যার বইয়ের ওপরে এবং অঙ্কনের বই বাণিজ্যের বইয়ের নীচে আছে । মধ্যবর্তী জায়গায় কোন্ বই আছে ? A. জীববিদ্যা B. অঙ্ক C. ইংরাজী D. অঙ্কন
8. একটি গোলাকার টেবিল ঘিরে পরস্পর সমদুরত্বে রাখা 6টি চেয়ারে বসেছে অরুণ, প্রসুন, সত্যেন, কাঞ্চন, নরেন এবং মিঠুন । অরুণ মিঠুনের পাশে এবং কাঞ্চনের ঠিক উল্টো দিকে বসেছে । সত্যেন বসেছে কাঞ্চনের ডান দিকে, আর প্রসুন বসেছে অরুণের বাঁ দিকে । নরেনের উল্টো দিকে কে বসেছে ? A. মিঠুন B. সত্যেন C. কাঞ্চন D. প্রসুন
ব্যাখ্যা :ভারতে মোট 9টি পিনকোড জোন আছে। এর মধ্যে আটটি (1-8 সংখ্যা দিয়ে শুরু), বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যবহৃত হয় এবং একটি ( 9 দিয়ে শুরু ) ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে।
12. A, B-এর বাবা, C, A-এর ভাই, F, B-এর বোন । যদি M, A-এর বাবা হন, তাহলে F এবং C – এর মধ্যে সম্পর্ক কি ? [A] কন্যা ও বাবা [B] স্ত্রী ও স্বামী [C] বোন ও ভাই [D] ভাইঝি ও কাকা
13. একজন লোক 3 কিমি উত্তরে, বামদিকে 2 কিমি, তারপরে সে আবার বাম দিকে 3 কিমি গেল । তারপর ডান দিকে সোজা গেলে সে কোন দিকে এখন ? [A] পূর্ব [B] পশ্চিম [C] উত্তর [D] দক্ষিণ
14. একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে ( ডিজিটাল নয় ) এবং সময় নির্দেশ করছে 1:30 মিনিট । ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো সাধারণ দর্পণে তার প্রতিবিম্বে সময় কত দেখাবে ? A. 11:30 B. 10:30 C. 7:30 D. 4:30
17. ছেলেদের একটি সারিতে A, B-এর বামদিকে বসে আছে এবং বামদিক থেকে পনেরো তম স্থানে আছে অথচ B-এর অবস্থান ডানদিক থেকে চতুর্থ । A এবং B-এর মধ্যে আছে তিনটি ছেলে । যদি C, A-এর ঠিক পরেই বামদিকে থাকে, ডানদিকে থেকে C-র অবস্থান কত হবে ? A. 9-ম B. 10-ম C. 11-তম D. 12-তম
19. যদি A + B মানে A, B -এর মা, A – B মানে A, B এর ভাই এবং A x B মানে A, B এর ভগিনী হয় তবে P – M + N x Q এর মানে A. P, Q -এর মামা B. P, Q -এর ভাই C. P, Q -এর ভাগ্নে D. P, Q -এর কাকা
21. একটি সারিতে 15 টি চেয়ার আছে । P -এর অবস্থান মাঝখানে । ডানদিক থেকে গোনা হলে Q এর অবস্থান 12 তম স্থানে । P এবং Q এর মাঝে কয়টি চেয়ার আছে ? A. 4 B. 3 C. 2 D. 5
24. ‘ওষুধের সাথে সুস্থতা’র যে সম্বন্ধ আছে সেইরুপ সম্বন্ধ বিশিষ্ট শব্দ দু’টি কি হবে ? A. ‘শিক্ষার’ সাথে ‘বই’ B. ‘পাখির’ সাথে ‘বাসা’ C. ‘বই’-এর সাথে ‘শিক্ষিত’ D. ‘দাঁতের’ সাথে ‘জিহ্বা’
ব্যাখ্যা :Coins : পয়সা , Mint : টাকশাল , Bricks : ইট , Kiln : ইঁটভাঁটা
27. Tom, Dick এবং Harry — বুদ্ধিমান (ii) Tom, Brown এবং Jack — কঠোর পরিশ্রমী (iii) Brown, Harry এবং Jack — সৎ (iv) Tom, Dick এবং Jack — উচ্চাকাঙ্খী কোন্ ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্খী নয় ? A. Tom B. Dick C. Harry D. Jack
33. A, B, C, D, E ও F ছটি বই আছে । B, C এবং E বই নীল্ মলাটের এবং বাকি বইগুলি লাল মলাটের । D এবং F নতুন বই এবং বাকি সব পুরোনো বই । A, C এবং D বইগুলি আইন রিপোর্ট বিষয়ক এবং বাকি বইগুলি পদার্থ বিষয়ের । কোন বইটি লাল মলাটের নতুন আইন রিপোর্ট বিষয়ক ? A. B B. F C. D D. A
ব্যাখ্যা :ভারতের জাতীয় পতাকা হল তিরঙ্গা – উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নীচে সবুজ সমান অনুভূমিক অনুপাতে রয়েছে। পতাকাটির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হল 2 : 3. পতাকার সাদা রঙের কেন্দ্রে আছে নীল অশোক চক্র যাতে চাকা রয়েছে চব্বিশটি স্পোক রয়েছে। ভারতের জাতীয় পতাকার নকশা ভারতের গণপরিষদ দ্বারা 22 জুলাই 1947 গৃহীত হয়।
প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের বেসিক জিকে সম্পর্কিত GK [Basic GK]জানা কি খুবই জরুরী ? হ্যাঁ, অবশ্যই GK জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ? অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার বেসিক জিকেসম্পর্কিত GK পড়ুন এবং বেসিক জিকেসম্পর্কিত GK -এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GK Today) দিতে কখনোই ভুলবেন না।
প্রথমেই প্রশ্ন হল – পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের বেসিক জিকে সম্পর্কিত জিকে [Basic GK]জানা কি খুবই জরুরী ? হ্যাঁ, অবশ্যই জিকে জানা প্রয়োজন। সকল প্রকার Interview ছাড়াও যেকোনো Competitive Exam এবং Entrance Test ( WBCS, Railway, Bank, SSC, PSC, UPSC, CAT, GATE, GRE, MAT ইত্যাদি ) কি General Knowledge (GK) -এর প্রশ্ন ছাড়া অনুষ্ঠিত হয় ? অবশ্যই অনুষ্ঠিত হয় না – এই রকম প্রায় সব পরীক্ষাতেই General Knowledge (GK) -এর প্রশ্ন আসে। কিন্তু কিভাবে GK (General Knowledge) মনে রাখবো ? জেনে রাখুন – অভ্যাসই General Knowledge (GK) মনে রাখার একমাত্র উপায়। তাই “JOB SITE INDIA” ওয়েবসাইটে রেগুলার বেসিক জিকেসম্পর্কিত জিকে পড়ুন এবং বেসিক জিকেসম্পর্কিত জিকে -এর Quiz প্রাকটিস করুন। আর “আজকের জিকে মক টেস্ট” (Mock Test of GK Today) দিতে কখনোই ভুলবেন না।