You are currently viewing সেট – ১  :  গণিত

সেট – ১ : গণিত

নিয়ম  :  প্রথমে ‘Start’ বোতামটি ক্লিক করুন ও প্রশ্নটি ভালোভাবে পড়ুন । প্রতিটি প্রশ্নের চারটি উত্তর অপশন আছে । আপনার পছন্দের উত্তরটি ক্লিক করুন, সাথে সাথে আপনি উত্তরটি সঠিক না ভূল জেনে যাবেন।  এরপর ‘Next’ বোতাম ক্লিক করে পরের প্রশ্নে যান । এইভাবে পুরো প্রশ্নের সেটটি শেষ করুন এবং আপনার চূড়ান্ত স্কোর দেখে নিন। ‘Download PDF’ বোতাম ক্লিক করে প্রশ্নোত্তরের PDF ডাউনলোড করতেও পারবেন ।

0%
48

জিকে : গণিত

1 / 30

নিম্নলিখিত কোন্ সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় হলে প্রদেয় সমীকরণটি সঠিক হবে ?

                  8 x 20 ÷ 3 + 9 – 5 = 38

2 / 30

নীচের সংখ্যা শ্রেণিটির লুপ্ত সংখ্যাটি কত  ?

         3, 8, 6, 14, ?, 20

3 / 30

একটি ট্যাঙ্কের দুই-তৃতীয়াংশে 10 লিটার জল আছে । ট্যাঙ্কটি কত লিটারের ?

4 / 30

নিচের কোনটি ব্যতিক্রম ?

5 / 30

A এবং B -এর আয়ের যোগফল C এবং D -এর যৌথ আয়ের থেকে বেশি । A এবং C -এর আয়ের যোগফল B এবং D -এর আয়ের যোগফলের সমান । অধিকন্তু A -এর আয় B এবং D -এর আয়ের যোগফলের অর্ধেক । কার আয় সর্বাধিক ?

6 / 30

5 -এর 10% এবং 10 -এর 5% যোগ করলে কত হবে ?

7 / 30

নিম্নলিখিত পর্যায়ক্রমে কতগুলি 3 আছে যেগুলির পূর্বে 6 অবস্থিত নয়, এমনকি ঠিক পরবর্তী স্থান 9 দ্বারা অনুসরণকৃত নয় ?

       9 3 6 6 3 9 5 9 3 7 8 9 1 6 3 9 6 3 9

8 / 30

একটি আয়তকার জমির দৈর্ঘ্য বাড়ানো হল 25% এবং প্রস্থ কমানো হল 25%,  এর ফলে জমিটির ক্ষেত্রফলের কি হবে ?

9 / 30

বার্ষিক পরীক্ষায় গণিতে আবীর, জুলফিকারের থেকে 10% কম নম্বর পেয়ে  81 নম্বর পেল ।  জুলফিকার কত নম্বর পেয়েছে ?

10 / 30

অজানা সংখ্যাটি নির্ণয় করুন :

      46, 56, 67, 80, ? , 104

11 / 30

যদি ‘<‘ চিহ্ন মানে ‘বিয়োগ’ হয়, ‘>’ চিহ্ন মানে ‘যোগ’ হয়, ‘=’ চিহ্ন মানে ‘গুণিতক’ হয়, এবং ‘$’ মানে বিভাজ্য হয়, তাহলে 27 > 81 $ 9 < 6 এর মান কত ?

12 / 30

দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত ?

13 / 30

নিচের সংখ্যা সারিতে কতগুলি ‘0’ র আগের ও পরের অঙ্ক দুটির পার্থক্য বড় জোর 1 ?

               203 278 608 209 828 072 340 4307

14 / 30

 

15 / 30

যদি A > B, B > C and C > D হয়, তাহলে কোন সিদ্ধান্তটি নিশ্চিতভাবে ভুল ?

16 / 30

নিম্নলিখিত অনুক্রমে কতগুলি বিষম সংখ্যা (odd numbers) আছে যেগুলি 3 বা 5 দ্বারা বিভাজ্য এবং  বিষম সংখ্যা (odd number) দ্বারা অনুসরণকৃত এবং তারপর জোড়সংখ্যা (even number)  দ্বারা অনুসরণকৃত ?

12, 19,  21,  3,  25,  18,  35,  20,  22,  21,  45,  46,  47,  48,  9, 50, 52, 54, 55, 56

17 / 30

রহিত এবং অক্সরের বয়সের পার্থক্য 12 বছর । তাদের উভয়ের বয়সের অনুপাত 3 : 5 । তাহলে অক্সরের বয়স কত ?

18 / 30

পরীক্ষার প্রশ্নপত্রে  2 নম্বরের মোট 100 টি প্রশ্ন আছে । প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কেটে নেওয়া হয় । কোনো ছাত্র সবকটি প্রশ্নের উত্তর  দিয়ে 80 নম্বর পায় ।  ছাত্রটি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ?

19 / 30

যদি ‘+’ এর প্রতীক P হয়; ‘x’ এর প্রতীক R হয়; ‘-’ এর প্রতীক S হয়; এবং ‘÷’ এর প্রতীক T হয়, তবে 5R9P7S9T3P6 -এর মান কত হবে ?

20 / 30

একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার থেকে শুরু করে 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায় । ঘড়িটি দুদিনে কতবার ঘন্টা বাজাবে ?    

21 / 30

কোনো ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার হল

22 / 30

নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে ?

23 / 30

12, 15, 18, 20 ও 22 -এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 -এর বদলে নেওয়া হয়

24 / 30

3 টি গাড়ির গতিবেগের অনুপাত 2 : 3 : 4 । ওই 3 টি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত হবে ?

25 / 30

এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 km পূর্ব দিকে যায়, তারপর বাঁদিকে ঘুরে 3 km হাঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে 8 km হাঁটে । যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে ?

26 / 30

একটি দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করা হল । যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রয় করা হত তা হলে শতকরা 10 টাকা লাভ হত । দ্রব্যটি ক্রয়মূল্য কত ?

27 / 30

28 / 30

A,  B অপেক্ষা 60 শতাংশ বেশি এবং C অপেক্ষা 30 শতাংশ বেশি ।  B ও C -এর অনুপাত কত ?

29 / 30

জ্যামিতির জনক কে ?

30 / 30

1000 ব্যক্তির Hindi(H), English(E) এবং Sanskrit(S) এর উপর জ্ঞানের একটি সার্ভের ফল । সকল 3টি বিষয় জানা আছে এমন ব্যক্তির সংখ্যা এবং Sanskrit জানা নেই এমন ব্যক্তির সংখ্যার অনুপাত কত ?

Your score is

0%

Leave a Reply